খুলনা জেলার ফুলতলার আলকা গ্রামের সুপার জুট মিলের পেছনের একটি ইট ভাটার গর্ত থেকে মোমিন সরদার নামে পৌনে দুই বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ মে) সন্ধ্যায় ফুলতলা থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
শিশুটি ওই গ্রামের মোস্তাকের বাড়ির ভাটাটিয়া সোহেল সরদারের পুত্র।
ওসি (তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু বলেন, শনিবার সন্ধ্যায় আলকার সুপার জুট মিলের পেছনে একটি ইট ভাটার গর্তে শিশুর লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই।
পরে লাশ উদ্ধার করে ফুলতলা থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শিশুর বাবাসহ দুজনকে থানায় আনা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি।
প্রতিনিধি/এসএস