রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাদারীপুরে হত্যা ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯ মে ২০২৩, ০৫:২৪ পিএম

শেয়ার করুন:

loading/img

মাদারীপুরে হত্যা ও একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফারুক চোকদার (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ মে) সকালে রাজৈর উপজেলার আমগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ফারুক একই উপজেলার তেলিকান্দি এলাকার শামচু চোকদারের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, ২০১৯ সালের জুলাই মাসে নরসিংদীর রায়পুরে হত্যা শেষে একটি ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় দায়ের করা হত্যা ও ডাকাতির মামলার অন্যতম আসামি ফারুক। পরে আদালত থেকে ওয়ারেন্ট বের হলে সে পলাতক থাকে।

এছাড়া মাদারীপুর আদালতে ২০১৫ সালে আলাদা দুটি ডাকাতি মামলায়ও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গোপন সংবাদের ভিত্তিকে অভিযান চালিয়ে ফারুককে গ্রেফতার করে রাজৈর থানা পুলিশ।

পরে তাকে আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক ফারুককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন