রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বান্দরবানে বন্য শুকরের আক্রমণে জুমচাষি আহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ মে ২০২৩, ১০:৩০ পিএম

শেয়ার করুন:

loading/img

বান্দরবানে বন্য শুকরের আক্রমণে মেনলেং ম্রো (৬০) নামে এক জুমচাষি আহত হয়েছেন।

শনিবার (৬ মে) দুপুরে রোয়াংছড়ির ১২ মাইল যামিনী পাড়া এলাকার ক্ষয়তে ঝিরিতে পানি আনতে গেলে ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহত ম্রেনলেং ম্রো (৬০) রোয়াংছড়ি ৬ নম্বর ওয়ার্ড যামিনী পাড়ার বাসিন্দা ঙান চং ম্রোর ছেলে।

আহত ম্রেনলেং ম্রোর ভাতিজা রুম লিং ম্রো জানান, দুপুরে পাড়ার পাশে ক্ষয়তে ঝিরিতে পানি আনতে গেলে বন্য শুকরের আক্রমণের শিকার হন তিনি। ওখান থেকে আহত অবস্থায় কোনো রকমে রক্ষা পেয়ে প্রাণ বাঁচান। পরে জুম ক্ষেতে কর্মরত চাষিরা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠান।

বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার বোরহান উদ্দিন জানান, বিকাল ৪টার দিকে বন্য শুকরের আক্রমণের শিকার হয়ে মেনলেং ম্রো নামে

একজনকে ভর্তি করানো হয়েছিল। তবে উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে চট্টগ্রাম হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়ার হয়েছে।


বিজ্ঞাপন


আহত মেনলে ম্রোর ছেলে চিং পং ম্রো জানান, তার বাবা জুমে কাজ করার সময় ঝিরিতে পানি আনতে গেলে বন্য শুকরের আক্রমণের শিকার হন। তার বাবাকে পাড়াবাসীরা উদ্ধার করে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে বাবাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হচ্ছে এখনও রাস্তায় আছেন বলে জানান চিং পং ম্রো।

রোয়াংছড়ি থানা পুলিশ উপ-পরিদর্শক রাহুল রায় বলেন, বন্য শুকরের আক্রমণের ঘটনায় এখন পর্যন্ত কেউ কিছু জানায়নি। খোঁজ নিয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন