রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

সোনাইমুড়ীতে একাধিক মামলার আসামির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩, ০৬:২১ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি : ঢাকা মেইল

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের সড়কের পাশ থেকে শাহাদাত হোসেন (২৭) নামের এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চুরি সহ বিভিন্ন ঘটনায় তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে জয়াগ ইউনিয়নের মাহুতলা গ্রামের তিন রাস্তার মোড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


নিহত শাহাদাত হোসেন জয়াগ ৫নং ওয়ার্ড জমাদার বাড়ির আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় লোকজন মাহুতলা তিন রাস্তার মোড় দিয়ে যাওয়ার সময় সড়কের পাশের একটি বসত ভিটির ওপর শাহাদাতের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাহাদাতের মৃতদেহ উদ্ধার করে। তার মাথায় গভীর আঘাতের চিহৃ সহ শরীরের বেশির ভাগ অংশে আঘাতের চিহৃ রয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ ধারণা করছে, এলাকায় চুরি সাথে জড়িত ছিলো শাহাদাত। রাতে কোথাও চুরি করতে গিয়ে গণপিটুনি শিকার হয়ে বা কেউ তাকে পিটিয়ে হত্যা করে সড়কের পাশে মৃতদেহ পেলে গেছে। তবে এলাকাবাসি শাহাদাতের চুরি কারণে অতিষ্ঠ ছিলো বলে জানা যায়। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জিয়া জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার মাথা সহ কয়েকটি স্থানে গভীর ক্ষত ও আঘাতের চিহৃ দেখে এটি হত্যা বলে মনে হচ্ছে। শাহাদাতের মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় তিনটি মামলা রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন