রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

পুকুর থেকে সাধুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩, ০৯:২৮ পিএম

শেয়ার করুন:

loading/img

মাদারীপুরের রাজৈরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে রামানন্দ বিশ্বাস (৫৫) নামের এক সাধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কদমবাড়ী গনেশ পাগল সেবাশ্রমের গোবিন্দ মন্দির সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহত রামানন্দ বিশ্বাস উপজেলার কদমবাড়ি ইউনিয়নের দিঘির পাড় গ্রামের ভক্ত বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে গনেশ পাগল সেবাশ্রমের শ্মশান কালী মন্দিরে ঢাক বাজানোর উদ্দেশে বাড়ি থেকে বের হন রামানন্দ বিশ্বাস। ঢাক বাজানোর পর বাড়ি ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। এদিকে স্বজনরা অনেক খোঁজাখুঁজির করলেও তার কোনো সন্ধান মেলে না। পরে বুধবার সন্ধ্যায় স্থানীয়রা মন্দিরের পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করি। নিহতের পরিবারের অভিযোগ থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন