ঢাকা মেইলে রোববার (৯ এপ্রিল) রাত ৯:৩৩ মিনিটে ‘মির্জাগঞ্জে ছাত্রলীগের কমিটি স্থগিত ৬ বছর, বৈধতা নিয়ে নানা প্রশ্ন’ শিরোনামে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন ও সঠিক নয় বলে দাবি করে প্রতিবাদ জানিয়েছেন মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব মৃধা।
ছাত্রলীগ নেতা দাবি করেন, প্রতিবেদনটিতে যে তথ্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। কমিটি পাওয়ার পর থেকে আমি অত্যন্ত সুনামের সঙ্গে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। যার কারণে সংগঠন যেরকম শক্তিশালী হয়েছে তেমনি আমার নিজস্ব একটি কর্মী বাহিনীও তৈরি হয়েছে। এতে ঈর্ষান্বিত হয়ে একটি গ্রুপ আমার বিরুদ্ধে ধারাবাহিকভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বিজ্ঞাপন
রাকিব মৃধা বলেন, মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সম্মেলন আসন্ন। আর আমি তাতে সভাপতি পদপ্রার্থী। তাই আমার প্রতিপক্ষরা সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে নিউজ করিয়ে আমাকে বিতর্কিত করার চেষ্টা করে আসছে। আমি মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের ইতিহাসে সবচেয়ে বড় আকারে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি। তাতে আমি যদি চাঁদাবাজি করতাম তাহলে সাংবাদিক ভাইয়েরা তখনই জানতে পারতো। কিন্তু সেটি এখন কীভাবে নিউজে এলো সেটি আমার বোধগম্য নয়!
তিনি এই নিউজকে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যায়িত করে এর নিন্দা ও প্রতিবাদ জানান।
এদিকে ঢাকা মেইলের প্রতিনিধি জানিয়েছেন, তথ্য ও বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সংবাদটিতে প্রতিবেদকের নিজস্ব কোনো মতামত নেই।
প্রতিনিধি/জেবি