রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩, ১১:০১ এএম

শেয়ার করুন:

loading/img

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় ওলিউর রহমান সজীব (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রায়পুর এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


রাতে কালিগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক নকিব আহমেদ পান্নু এ তথ্য নিশ্চিত করেছেন।

ওলিউর রহমান সজীব সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের মাজাট এলাকার বাবু গাজীর ছেলে ওলিউর রহমান সজীব (২২)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উপ-পুলিশ পরিদর্শক নকিব আহমেদ পান্নু জানান, রোববার সন্ধ্যায় রায়পুর মোড় সংলগ্ন এলাকায় শ্যামনগর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক রাস্তা পার হওয়ার সময় সজীবকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোববার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন