শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিশ্বের নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ০৫:১৮ পিএম

শেয়ার করুন:

loading/img

ইসলামে মুসলিম মুসলিমের ভাই। একজন মুসলিম পৃথিবীর যে প্রান্তেই বাস করুক না কেন, নির্যাতনের শিকার হলে অন্য মুসলমানদের কর্তব্য হয়ে যায় তাকে সহযোগিতা করা ও জালেমকে প্রতিহত করা। সেটা সম্ভব না হলে নির্যাতিত ভাইয়ের পক্ষে অন্তত জনমত গঠন ও দোয়া করা জরুরি।

এক্ষত্রে পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াটি করা যায়— رَبَّنَا اغۡفِرۡ لَنَا وَ لِاِخۡوَانِنَا الَّذِیۡنَ سَبَقُوۡنَا بِالۡاِیۡمَانِ وَ لَا تَجۡعَلۡ فِیۡ قُلُوۡبِنَا غِلًّا لِّلَّذِیۡنَ اٰمَنُوۡا رَبَّنَاۤ اِنَّکَ رَءُوۡفٌ رَّحِیۡمٌ উচ্চারণ: ‘রাব্বানাগফির লানা ওয়ালি-ইখওয়া-নিনাল্লা-জীনা সাবাকুনা- বিল ইমান, ওয়া-লা তাজআল ফী কুলু-বিনা গিল্লাল্লিল্লাজীনা আ-মানূ রাব্বানা ইন্নাকা গাফূরুর রাহীম।’ অর্থ: ‘হে আমাদের রব! আমাদের এবং ঈমানে অগ্রণী আমাদের ভাইদের ক্ষমা করুন। আর মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব! আপনি তো দয়ালু, পরম দয়ালু।’ (সূরা হাশর: ১০)


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফিলিস্তিনের পাশে দাঁড়াতে কোরআনের নির্দেশনা

অথবা এই দোয়াটিও করা যায়— رَّبِّ لَا تَذَرۡ عَلَی الۡاَرۡضِ مِنَ الۡکٰفِرِیۡنَ دَیَّارً اِنَّکَ اِنۡ تَذَرۡهُمۡ یُضِلُّوۡا عِبَادَکَ وَ لَا یَلِدُوۡۤا اِلَّا فَاجِرًا کَفَّارًا رَبِّ اغۡفِرۡ لِیۡ وَ لِوَالِدَیَّ وَ لِمَنۡ دَخَلَ بَیۡتِیَ مُؤۡمِنًا وَّ لِلۡمُؤۡمِنِیۡنَ وَ الۡمُؤۡمِنٰتِ ؕ وَ لَا تَزِدِ الظّٰلِمِیۡنَ اِلَّا تَبَارًا উচ্চারণ: ‘রাব্বি লা তাযার আলাল আরদ্বি মিনাল কাফিরিনা দাইয়্যারা, ইন্নাকা ইং-তাযালহুম, ইউদ্বিল্লু ইবাদাক, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরাং-কাফ্ফারা। রাব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়্যা, ওয়ালিমাং দাখালা বাইতিয়া মু’মিনাও-ওয়ালিল মু’মিনিরা ওয়াল মু’মিনাত, ওয়ালা তাজিদি-দ্বালিমিনা ইল্লা-তাবারা।) অর্থ: ‘হে আমার রব! পৃথিবীতে কোনো কাফিরকে রেহাই দেবেন না। যদি তাদেরকে রেহাই দেন, তাহলে তারা আপনার বান্দাদের বিপথে নিয়ে যাবে, আর শুধু পাপাচারী কাফির জন্ম দিতে থাকবে। হে আমার প্রতিপালক! আমাকে, আমার পিতামাতাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে, তাকে এবং মুমিন নারী-পুরুষকে ক্ষমা করুন এবং ধ্বংস ছাড়া আপনি জালিমদের আর কিছুই বাড়িয়ে দেবেন না।’ (সুরা নুহ: ২৬-২৮) 

পাশাপাশি এই দোয়াও করুন- رَبَّنَاۤ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّ ثَبِّتْ اَقْدَامَنَا وَ انْصُرْنَا عَلَي الْقَوْمِ الْكٰفِرِيْنَ উচ্চারণ: রব্বানাফরিগ আলাইনা সবরাওঁ ওয়াসাব্বিত আক্বদামানা ওয়ানছুরনা আলাল ক্বাওমিল কাফিরিন। অর্থ: ‘হে আমাদের প্রতিপালক! আমাদের ওপর সবরের গুণ ঢেলে দিন এবং আমাদেরকে অবিচল-পদ রাখুন, আর কাফির সম্প্রদায়ের ওপর আমাদেরকে সাহায্য ও বিজয় দান করুন।’ (সুরা বাকারা: ২৫০)

আরও পড়ুন: ফিলিস্তিন নিয়ে নবীজির ৭ ভবিষ্যদ্বাণী


বিজ্ঞাপন


বিনয়ের সঙ্গে আরও পড়ুন- رَبَّنَا لَا تُؤَاخِذْنَاۤ اِنْ نَّسِيْنَاۤ اَوْ اَخْطَاْنَا رَبَّنَا وَ لَا تَحْمِلْ عَلَيْنَاۤ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَي الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَ لَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ وَ اعْفُ عَنَّا وَ اغْفِرْ لَنَا وَ ارْحَمْنَا اَنْتَ مَوْلٰىنَا فَانْصُرْنَا عَلَي الْقَوْمِ الْكٰفِرِيْنَ ‘হে আমাদের প্রতিপালক! আমাদের দ্বারা যদি কোনও ভুল-ত্রুটি হয়ে যায় তবে সেজন্য আপনি আমাদের পাকড়াও করবেন না। হে আমাদের প্রতিপালক! আমাদের প্রতি সেই রকমের দায়িত্বভার অর্পণ করবেন না, যেমন তা অর্পণ করেছিলেন আমাদের পূর্ববর্তীদের প্রতি। হে আমাদের প্রতিপালক! আমাদের ওপর এমন ভার চাপিয়ে দেবেন না, যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের (ত্রুটিসমূহ) মার্জনা করুন, আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আপনিই আমাদের অভিভাবক ও সাহায্যকারী। সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন।’ (সুরা বাকারা: ২৮৬)

আল্লাহ তাআলা আমাদের সবাইকে নির্যাতিত মুসলিম ভাইদের সর্বোচ্চ সহযোগিতা করার তাওফিক দান করুন। সেটি না পারলে অন্তত উল্লেখিত দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর কাছে নির্যাতিত মুসলিম ভাইদের জন্য প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর