বলিউডের ‘মিস্টার পারফেকশনিষ্ট’ খ্যাত অভিনেতা আমির খান। দীর্ঘ পাঁচ বছর একা থাকার পর জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন গৌরী স্প্র্যাটকে। ৬০তম জন্মদিনে নিজের নতুন সম্পর্কে কথা জানান অভিনেতা নিজেই।
বিজ্ঞাপন
এরপর বহুবার অভিনেতার সঙ্গে দেখা গেছে গৌরীকে। তবে কখনও পাপারাজ্জিদের সামনে ক্যামেরা বন্দী হননি। গতকাল শনিবার (১৩ এপ্রিল) চীনের একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল আমির ও গৌরীকে।
অভিনেতার পরনে ছিল কালো পাঞ্জাবির সঙ্গে কাজ করা কালো রঙের শাল। চোখে কালো মোটা ফ্রেমের চশমা। অন্য দিকে গৌরী বেছে নিয়েছিলেন আকাশি রঙের ফুলছাপ শিফন শাড়ি। তার সঙ্গে পরেছিলেন গলায় ভারী হার ও চোখে চশমা।
বিজ্ঞাপন
ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীনা অভিনেতা শেন টিং এবং মা লি। অনুষ্ঠানের কিছু ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলছেন অভিনয় শিল্পীরা।
১৯৮৬ সালে রিনা দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমির খান। ২০০২ সালে ডিভোর্স হয়ে যায় তাদের। ২০০৫ সালে দ্বিতীয় বিয়ে হয় কিরণ রাওয়ের সঙ্গে। তবে সেই বিয়েও টিকেনি দুজনের। বিচ্ছেদ হয়ে যায় ২০২১ সালে।
আমির খানের 'লাগান'-এর অজানা তথ্য
নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, ফের কি বিয়ে করবেন আমির? তবে এই বিষয় নিয়ে এখনও কিছু জানান অভিনেতা।
ইএইচ/