রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

দিনাজপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২২, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি : ঢাকা মেইল

দিনাজপুরের ফুলবাড়ীতে শ্রাবনী আক্তার মনি (১৫) নামের এক নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) বেলা ১টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গড়পিংলাই গ্রামের নিজ বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম। 


বিজ্ঞাপন


শ্রাবনী আক্তার মনি ওই গ্রামের মো. শরিফ মাহমুদের মেয়ে। সে জয়নগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সোমবার মা বুলবুলি বেগম ভোর ৪টার দিকে পড়তে বসার জন্য ডাকতে গেলে, শ্রাবনী আক্তারের কোনো সাড়া পাননি। এর পর বাড়ির লোকজন দরজা ভেঙে দেখতে পান শ্রাবনী আক্তার মনি ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। পরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ পাঠায় পুলিশ। 

ফুলবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, শ্রাবনী আক্তার মনির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন