সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

বদরগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৩ এএম

শেয়ার করুন:

loading/img
ছবি : ঢাকা মেইল

রংপুর-বদরগঞ্জ সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফরহাদ হোসেন নামে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের পাকের মাথা বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পুলিশ সদস্য দিনাজপুর জেলার জালালপুর ইউনিয়নের আব্দুস সামাদের ছেলে। তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি একটি বিভাগীয় মামলায় বরখাস্ত রয়েছেন।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাকেরমাথা বাজারের কাছে বদরগঞ্জ থেকে পালসার মোটরসাইকেল নিয়ে রংপুরের যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ডিসকভার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পালসার মোটরসাইকেল আরোহী ফরহাদ হোসেন ঘটনাস্থলে মারা যান। অপর মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার কোনো পরিচয় এখনও জানা যায়নি।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেইলকে বলেন, মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রংপুর মেট্রোপলিটন পুলিশে সদস্য ফরহাদ হোসেন মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন