শরীয়তপুরের ডামুড্যায় প্রেমিকার বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সরোয়ার কাজল (২৬) নামের এক যুবক। তবে নিহতের পরিবারের দাবি, তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৬ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মো. সরোয়ার হোসেন কাজল (২৬) উপজেলার কনেশ্বর ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই মেয়ের সঙ্গে কাজলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কাজল বৃহস্পতিবার রাতে নোয়াখালী থেকে গ্রামের বাড়িতে আসেন। শুক্রবার রাতে কাজলকে ফোন করে প্রেমিকা তার নানার বাড়িতে আসতে বলেন।
কাজলের বাড়ির পাশেই তার নানার বাড়ি। রাত সাড়ে ১২টার দিকে প্রেমিকার চিৎকারে এলাকার লোক এসে কাজলকে জানালার সঙ্গে ঝুলতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
কাজলের ভাই শহিদুল বলেন, বৃহস্পতিবার আমার ভাই বাড়িতে আসে। গত রাতে খাওয়া শেষ করে ঘুমিয়েছিল। হঠাৎ ফোন আসায় ও বাসা থেকে বের হয়ে যায়। রাত ১টার সময় হাসপাতাল থেকে ফোন আসে, আমার ভাই নাকি মারা গিয়েছে। ওই মেয়ে আমার ভাইকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।
বিজ্ঞাপন
মেয়ের মা বলেন, আমি কিছু জানি না। আমার মেয়ে কাজল মারা যাওয়াতে পাগলের মতো করছে। ওকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি।
ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, আমরা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এইচই