রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

গুইমারায় বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১ আগস্ট ২০২২, ০৪:২৪ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি : ঢাকা মেইল

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাণ-আরএফএলের কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম শহীদ উদ্দিন (৪০)। তিনি ওই কাভার্ড ভ্যানের চালক।
 
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ১টা দিকে উপজেলার বুদুংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

গুইমারা উপজেলার থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। 


বিজ্ঞাপন


চট্টগ্রাম থেকে আসা শান্তি এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে খাগড়াছড়িগামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কাভার্ড ভ্যানের চালক শহীদ উদ্দিন, হেলপার শরীফ উদ্দিন (২২) শান্তি এক্সপ্রেসের চালক (৩৫)  গুরুতর আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

ওসি মোহাম্মদ রশিদ বলেন, কাভার্ড ভ্যানের চালক গুরুতর আহত শহীদ উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে মানিকছড়িতে মারা যান।  

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন