দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র ফিজিতে সোমবার (১৪ এপ্রিল) সকালে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫। তবে ভূমিকম্পের গভীরতা অনেক বেশি হওয়ায় এর প্রভাব তীব্র হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ফিজির দক্ষিণাঞ্চলে, ভূপৃষ্ঠের প্রায় ১৭৪ কিলোমিটার (১০৮ মাইল) গভীরে। গভীরতাজনিত কারণে এর তীব্রতা কিছুটা প্রশমিত হয়েছে বলে মনে করছেন ভূতাত্ত্বিকরা।
বিজ্ঞাপন
ভূমিকম্পের পর কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি, যা কিছুটা স্বস্তির বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে স্থানীয় কর্তৃপক্ষ সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখছে এবং নাগরিকদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে।
এই ভূমিকম্প এমন এক সময়ে ঘটলো যখন একদিন আগেই— রোববার ভারত, মিয়ানমার ও তাজিকিস্তানে এক ঘণ্টার ব্যবধানে পরপর চারটি ভূমিকম্প আঘাত হানে। ভারতের হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলে ভূমিকম্পগুলোর কারণে মধ্য ও দক্ষিণ এশিয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, একাধিক অঞ্চলে এমন ভূকম্পনীয় কার্যকলাপ প্রকৃতির ভেতরকার টেকটোনিক প্লেটের অস্থিরতার ইঙ্গিত হতে পারে। যদিও প্রত্যেকটির উৎপত্তিস্থল ও গভীরতা আলাদা, তবে ভূমিকম্পের এই ধারাবাহিকতা ভূতাত্ত্বিক গবেষণার জন্য গুরুত্বপূর্ণ একটি সময় বলেই মনে করা হচ্ছে।
আপাতত ফিজিতে পরিস্থিতি স্থিতিশীল থাকলেও, ভবিষ্যতে যেন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয়, সেজন্য সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক ভূ-গবেষণা সংস্থাগুলো।
বিজ্ঞাপন
এইউ