শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

হে আল্লাহ, গাজার মানুষদের হেফাজত করো: সাদিয়া আয়মান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ০৩:১৪ পিএম

শেয়ার করুন:

loading/img

ফিলিস্তিনের ওপর দখলদার ইসরায়েলের বর্বরতা সীমা ছাড়িয়েছে। দেশটির অবরুদ্ধ গাজা শহরের ওপর নির্বিচারে হামলা চালানো হচ্ছে। পাখির মতো মরছে মানুষ। আহতদের চিৎকারে ভারি আকাশ বাতাস। 

গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্ব মানবতা। তা ছুঁয়ে গেছে অভিনেত্রী সাদিয়া আয়মানকে। সামাজিক মাধ্যমে নিজের মন্তব্য প্রকাশ করেছেন অভিনেত্রী।


বিজ্ঞাপন


আজ রোববার নিজের ফেসবুকে সাদিয়া লিখেছেন, গাজায় যেভাবে প্রতিদিন নিরীহ মানুষ, বিশেষ করে শিশুরা নৃশংসভাবে প্রাণ হারাচ্ছে, তা মানবতা এবং মুসলিমদের জন্য এক কলঙ্ক। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজারো স্বপ্ন, কান্না আর আর্তনাদ। এই নিষ্ঠুরতা যেন কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না।

সবশেষে স্রষ্টার কাছে অভিনেত্রীর প্রার্থনা, হে আল্লাহ তায়ালা, তুমি গাজার মানুষদের হেফাজত করো। তুমি তাদের ধৈর্য দান করো, শত্রুদের অন্তরে শান্তি ও মানবতা দান করো এবং সমস্ত নির্যাতনের অবসান ঘটাও । আমিন

গাজাবাসী নিয়ে সাদিয়ার পোস্ট মনে ধরে তার অনুসারীদের। মন্তব্যের ঘরে অনেকে করেছেন তার প্রশংসা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন