শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

বেতিসের সঙ্গে ড্র করেও রিয়ালের চেয়ে চার পয়েন্টে এগিয়ে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ০৩:০৩ পিএম

শেয়ার করুন:

loading/img

রিয়াল মাদ্রিদের হারের খবরে ন্যু ক্যাম্পে যেন উৎসবের আমেজ। সবাই আশা করেছিল, আজই হয়তো ছয় পয়েন্টে এগিয়ে যাবে বার্সা। রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে মাঠে গড়ালো বল, শুরুটাও হলো স্বপ্নের মতো—কিন্তু শেষমেশ হতাশাই সঙ্গী হলো কাতালানদের।

শনিবার রাতে ঘরের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো হান্সি ফ্লিকের শিষ্যদের। যদিও ম্যাচের শুরুটা ছিল দুর্দান্ত। সপ্তম মিনিটেই গোল! ফেরান তোরেসের চমৎকার অ্যাসিস্টে কাছ থেকে জালে বল পাঠান গাভি। এটা ছিল লা লিগায় স্প্যানিশ মিডফিল্ডারের শততম ম্যাচ—এমন দিনে গোল, যেন রূপকথা।


বিজ্ঞাপন


কিন্তু সেই রূপকথা বেশিক্ষণ স্থায়ী হয়নি, দশ মিনিটের মধ্যেই গোল হজম করে বসে বার্সা। ১৭তম মিনিটে বেতিসের ডিফেন্ডার নাতান কর্নার থেকে হেডে গোল করে সমতায় ফেরান দলকে। রোনাল্ড আরাউহোর ওপর লাফিয়ে উঠে বল জাল ছুঁয়ে ফেলে নাতান।

এরপর পুরো ম্যাচজুড়েই বার্সেলোনা বল দখলে রাখলেও, গোলমুখে বারবার ব্যর্থ হয়েছে। ম্যাচে বার্সার বল দখল ছিল ৭৪.১ শতাংশ, কিন্তু গোলের সম্ভাবনা তৈরি করতে ব্যর্থ হয়েছে কাতালানরা। ১৩টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র পাঁচটি।

একের পর এক আক্রমণ, তবু গোল নেই। কারণ বেতিসের ৩৮ বছর বয়সী গোলরক্ষক আদ্রিয়ান যেন এক মানবপ্রাচীর! পেদ্রির দারুণ এক শট ঠেকিয়ে ম্যাচের শুরুতেই জানান দিয়েছিলেন, আজ তাকে টপকানো সহজ হবে না। এরপর লামিন ইয়ামালের বাঁকানো শট, জুলস কুন্দের প্রচেষ্টা, ফেরমিন লোপেজের জোরালো শট—সবই আটকে গেছে এই অভিজ্ঞ গোলরক্ষকের হাতে।

GOAL_-_Multiple_Images_-_3_Stacked_-_Facebook_-_2025-04-05T215723.267.jpg


বিজ্ঞাপন


দ্বিতীয়ার্ধে রাফিনহাকে নামিয়ে আরও গতি আনেন ফ্লিক। বার্সাও আরও চড়াও হয়। কিন্তু শেষ পর্যন্ত সুযোগগুলোকে কাজে লাগাতে না পারায় পয়েন্ট হারাতে হয় কাতালানদের।

ম্যাচ শেষে গাভি বলেন, “ফলাফলটা আমাদের জন্য কষ্টদায়ক। কারণ আমরা ম্যাচ জুড়েই সুযোগ তৈরি করেছি, কিন্তু কাজে লাগাতে পারিনি। এখন এটা মেনে নিয়েই সামনে এগোতে হবে।”

এই ড্রয়ের ফলে লা লিগায় বার্সার ৬৭ পয়েন্ট, মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে। মাদ্রিদ এর আগে দিনের প্রথম ম্যাচে ২-১ গোলে হেরে বসেছিল ভ্যালেন্সিয়ার কাছে, যা ছিল দিনের বড় চমক।

অন্যদিকে, এই ড্র বেতিসের জন্যও তাৎপর্যপূর্ণ। এই ম্যাচের এক পয়েন্ট তাদের এনে দিয়েছে পঞ্চম স্থানে, সঙ্গে তাদের ছয় ম্যাচের জয়রথ থামলেও বার্সার বিপক্ষে চলতি মৌসুমে দুই লিগ ম্যাচেই অপরাজিত থাকার গর্ব।

এদিকে, এই ড্রয়ে শেষ হয়েছে বার্সার নয় ম্যাচের টানা জয়ের ধারাতবে এখনো শিরোপার দৌড়ে ফ্লিকের বার্সা সবার চেয়ে এগিয়ে, হাতে আছে আরও আট ম্যাচ। দেখা যাক, শেষ হাসি কে হাসে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন