সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

বগুড়ায় নারীকে উত্যক্তের ঘটনায় চারজন ছুরিকাহত

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ০১:২৪ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় নারীকে উত্যক্তের ঘটনায় চারজন ছুরিকাহত

বগুড়ায় ট্রেনে নারী যাত্রীদের সঙ্গে অশোভন আচরণকে কেন্দ্র করে চারজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া রেল স্টেশনের পাশে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ছুরিকাঘাতে আহতরা হলেন- বগুড়া চকসূত্রাপুর এলাকার ফারুকের ছেলে যোবায়ের হাসান (২৩), মিজানুর রহমানের ছেলে পিয়াল (২০), আব্দুস সালামের ছেলে নাঈম (১৮) এবং মৃত শাহিনুরের ছেলে তানভীর (২০)। এ ঘটনায় ১৫ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বগুড়ায় আগুনে বাড়িঘর পুড়ে নিঃস্ব তিন বিধবা নারী

আহত যোবায়েরের বাবা ফারুক হোসেন বলেন, সোনাতলা থেকে পিয়াল আর রিফাত পদ্মরাগ ট্রেনে বগুড়া আসছিল। সেই বগিতে সেউজগাড়ীর ইমন, মঈন, মুন্নাসহ চারজন যুবক একটি ব্যাগ রাখে। ব্যাগ দুই নারীর ওপর পড়ে গেলে পিয়াল আর রিফাত ব্যাগ সরিয়ে রাখতে বলে। এসময় ইমন ও মঈন ওই নারীদেরকে উত্ত্যক্ত করে এবং পিয়াল ফারুককে স্টেশনে নেমে মারার হুমকি দেয়। এ ঘটনায় যোবায়েরকে ফোন করে বিস্তারিত জানায় পিয়াল। পরে যোবায়ের স্টেশনে পিয়াল আর রিফাতকে নিতে যায়। ট্রেন থেকে নেমে হেঁটে যাওয়ার সময় একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা করে চারজনকে ছুরিকাঘাত করে।


বিজ্ঞাপন


পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, ছুরিকাঘাতের ঘটনায় রাতেই মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর