শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

বার কাউন্সিলের পরীক্ষা ২৫ এপ্রিল, পরীক্ষার্থী ৪০৬২৭

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ০৩:৩৩ পিএম

শেয়ার করুন:

loading/img

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তিকরণ পরীক্ষা আগামী ২৫ এপ্রিল। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বার কাউন্সিল সূত্রে জানা গেছে, এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার ৬২৭জন।


বিজ্ঞাপন


এমসিকিউসহ মোট তিন ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষায় উত্তীর্ণরা আইনজীবী হিসেবে আদালতে মামলা পরিচালনা করতে পারবেন। 

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই প্রথমবার কাউন্সিলের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পরীক্ষার্থীদের উদ্দেশে বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সময় বেশি নেই। সিরিয়াসলি সবাই প্রস্তুতি নিন।

এআইএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর