পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরি হারানো বিডিআর সদস্যরা ক্ষতিপূরণসহ তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন।
রোববার (০৬ এপ্রিল) সকালে রাজধানীর জিগাতলায় অবস্থিত পিলখানার বিজিবি ৪ নং গেট এর সামনে অবস্থান নিয়ে সাবেক বিডিআর সদস্যরা এ দাবি জানান।
বিজ্ঞাপন
সকালে কয়েক শতাধিক চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বিজিবি সদর দপ্তরের ৪ নং গেটের সামনে অবস্থান নেন। তারা জানিয়েছে, তাদের দাবি একটাই, ক্ষতিপূরণসহ চাকরি ফিরিয়ে দেওয়া। তারা মনে করছেন, বিজিবির কর্মকর্তারা চাইলেই বিষয়টি সমাধান করতে পারেন।
চাকরিচ্যুত বিডিআর সদস্য তারেক আজিজ বলেন, বিজিবি হেডকোয়ার্টারের ৪ নং গেটের সামনে আমরা চাকরিচ্যুত বিডিআর সদস্যরা একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আহ্বান করেছি৷
এদিকে এই কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিতে পিলখানার সামনে জিগাতলা বিজিবি ৪ নং গেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য ছাড়াও সেনাবাহিনী ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
মানববন্ধনে আসা সাবেক বিডিআর সদস্যদের হাতে এসময় লিফলেট ও ব্যানার দেখা গেছে। এসব ব্যানারে লেখা ছিল- ‘চাকরি চাকরি চাকরি চাই, আমাদের চাকরি ফেরত চাই।’
বিজ্ঞাপন
এ বিষয়ে বিজিবির বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তারা কেউই কথা বলতে রাজি হননি।
এমআইকে/ইএ