পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক সরকারি ছুটি মিলে টানা ৯ দিনের ছুটিতে বান্দরবানে হোটেল-রিসোর্টে ৯০ থেকে শতভাগ বুকিং হয়েছে। এবার টানা ছুটিতে পর্যটন সংশ্লিষ্টরা ব্যবসা ভালো করার প্রত্যাশা করছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।
বিজ্ঞাপন
ব্যবসায়ীরা জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৯ মার্চ শুরু হয়েছিল ঈদুল ফিতরের ছুটি। কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। একই সঙ্গে একই দিন পবিত্র শবে কদরেরও ছুটি। ফলে বাস্তবে ছুটি শুরু হয়েছিল ২৮ মার্চ থেকে ছুটি শেষে অফিস খোলার কথা ছিল ৩ এপ্রিল বৃহস্পতিবার। তার পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। এখন ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি হওয়ায় ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ভোগ করছেন সরকারি ও অধিকাংশ বেসরকারি প্রতিষ্টানের কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে ২ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বান্দরবানের অধিকাংশ হোটেল, মোটেল ও রিসোর্টের শতভাগ কক্ষ আগাম বুকিং নিয়ে রেখেছে পাহাড় কন্যা বান্দরবান ভ্রমণ প্রত্যাশীরা। ফলে এই মৌসুমে ভালো ব্যবসার প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যাবসায়ীরা।
হোটেল হিল ভিউয়ের ফ্রন্ট ডেক্স ম্যানেজার মো.তৌহিদ পারভেজ জানান, ঈদ উপলক্ষে আগামী ২, ৩ ও ৪ এপ্রিল হোটেলের শতভাগ কক্ষ আগাম বুকিং নিয়ে নিয়েছেন ভ্রমণ প্রতাশীরা।
তিন তারকা মানের হোটেল হিল্টনের ম্যানেজার আক্কাস উদ্দিন সিদ্দিকি জানান, তার হোটেলে এরই মধ্যে ২ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৯০ শতাংশ কক্ষ আগাম বুকড হয়ে গেছে।
বিজ্ঞাপন
হোটেল গার্ডেন সিটির মালিক মো. জাফর উল্লাহ জানান, আগামী ২ থেকে ৭ এপ্রিল তার হোটেলের শতভাগ হোটেলের কক্ষ আগাম বুকিং হয়ে গেছে।
হোটেল গ্র্যান্ড ভ্যালির ম্যানেজার মো. সুমন জানান, তার হোটেলে ৪২টি রুম রয়েছে যা ২,৩ ও ৪ এপ্রিলের জন্য তার হোটেলের শতভাগ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। তারা পর্যটক বরণে সব ধরনের প্রস্তুটি নিয়ে রেখেছেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন বিভিন্ন কারণে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আর্থিক মন্দাভাব ছিল। টানা ঈদের ছুটিতে সেই মন্দাভাব এবার হয়তো কিছুটা কাটিয়ে উঠতে পারবেন বলে প্রত্যাশা করছেন।
বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও হোটেল আরণ্যের মালিক জসীম উদ্দীন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ছুটির কারণে পর্যটকের ভালো সাড়া পাচ্ছেন। তার নিজের হোটেল আরণ্যতেও শতভাগ আগাম বুকিং দিয়ে রেখেছেন বান্দরবান ভ্রমণ প্রত্যাশীরা। আগত পর্যটকদের সার্বিক সেবা নিশ্চিত করতে হোটেল মালিকদেরকে সার্বিক নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবদুল করিম জানান, ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে বান্দরবান বেশ পর্যটক আগমনের সম্ভাবনা রয়েছে। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিষ্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরাও কাজ করবেন বলে জানান তিনি।
প্রতিনিধি/এসএস