শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৪

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৫, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

loading/img

ঈদের দ্বিতীয় দিন মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে শিবচর-জাজিরা সীমান্তবর্তী কুতুবপুর সাহেববাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতদের মধ্যে দুইজনের নামপরিচয় জানা গেছে। তারা হলেন- শিবচর উপজেলার কুতুবপুর সাহেববাজার এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠু তালুকদার, জাজিরার কলম ঢালীকান্দির বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী। নিহত অন্য দুই আরোহীর পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে কুতুবপুরের সাহেববাজার এলাকার সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন। আহত হয় দুইজন। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারাও মারা যান।

শিবচর থানার ওসি রতন শেখ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় চারজনের নিহতের খবর পাওয়া গেছে। দুর্ঘটনার স্থানটি শিবচর-জাজিরার সীমান্তবর্তী কুতুবপুর সাহেববাজার এলাকার। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub