নড়াইলের লোহাগড়া উপজেলায় সাবেক সেনা সদস্য আকবার শেখ (৬৫) হত্যার জেরে প্রতিপক্ষের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সকালে সরেজমিনে উপজলার লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে গিয়ে ভাঙচুর ও লুটপাটের দৃশ্য দেখা যায়।
বিজ্ঞাপন
স্থানীয় ও ভুক্তভোগীরা জানায়, দীর্ঘ দিন ধরে উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়া এলাকায় মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। সোমবার ঈদের দিন দু'পক্ষ সংঘর্ষে জড়ালে মনিরুল গ্রুপের আকবার শেখ নামে এক সাবেক সেনা সদস্য প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের কোপে গুরুতর আহত হলে - তাকে পার্শ্ববর্তী মাগুরা জেলার মোহাম্মদপুরে একটি হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর সোমবার রাতে প্রতিপক্ষের অন্তত ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
তবে এসব অভিযোগের ব্যাপারে জানতে নিহত আকবার শেখের বাড়িতে গেলে তার স্বজনরা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক আছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সচেষ্ট রয়েছে।
প্রতিনিধি/ এমইউ