শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাড়ি ফেরা হলো না চা শ্রমিকের

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৫, ১১:৩২ এএম

শেয়ার করুন:

loading/img

মৌলভীবাজারের কমলগঞ্জে বিনোদ বাউরি (৫০) নামের এক চা শ্রমিক বাগানের কাজ শেষ বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-ভানুগাছ সড়কের শমশেরনগর কার-লাইটেস স্ট্যান্ড সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত বিনোদ বাউরী শমশেরনগর চা বাগানের নতুন টিলার রসরাজ বাউরির ছেলে।

আরও পড়ুন

ঈদে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সড়কে প্রাণ গেল কিশোরের

পুলিশ জানিয়েছে, চা শ্রমিক বিনোদ বাউরি কাজ শেষে সন্ধ্যায় রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় দ্রুতগামীর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের ধাক্কায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেল চালক মোটরসাইকেল রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রতন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‌‌লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub