নাটোরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ আদায় করতে ভোর থেকে দলে দলে মুসল্লিরা ঈদগাহ মাঠে প্রবেশ করেন।
সোমবার (৩মার্চ) সকাল ৭টায় পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। প্রথম জামাতের ইমামতি করেন আলাইপুর মারকাজ মসজিদের ইমাম মওলানা মফিজুর রহমান মফিজ। একই মাঠে সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদের দ্বিতীয় জামাতের ইমামতি করেন কান্দিভিটা জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম মোস্তফা।
বিজ্ঞাপন
পরে ঈদের জামায়াত শেষে খুতবা পাঠ করেন ইমামরা। এরপর দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া নাটোর শহরে মল্লিকহাটি ঈদগাহ মাঠে সকাল ৮টায়, কানাইখালী কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৭টা ১৫ মিনিট, বড়হরিশপুর টার্মিনাল ঈদগাহে সকাল ৮টায়, গাড়িখানা জামে মসজিদ ঈদগাহে সকাল ৮টায়, এনএস কলেজ ঈদগাহ মাঠে ৭টা ৪৫ মিনিটে, বুড়া দরগার ঈদগাহ মাঠে সকাল ৮টায়, নাটোর সুগার মিলস্ ঈদগাহ মাঠে সকাল ৭টায়, ফুলবাগান হেলিপ্যাড ঈদগাহ মাঠে সকাল ৮টা ২৫ মিনিটে, নাটোর রেল স্টেশন প্লাটর্ফমে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও নাটোর জেলার ৭টি উপজেলা ও ৮টি পৌরসভার ৮৩৬টি ঈদগাহ মাঠে যথাযথভাবে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করেন- বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, জেলা বিএনপির নেতা মো. শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, বিএনপির নেতা কাজী শাহ আলম, মো. সাইফুল ইসলাম আফতাব, জিল্লুর রহমান বাবুল চৌধুরী, ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জামাতে অংশগ্রহণ করেন।
প্রতিনিধি/এসএস