ঝিনাইদহে উজির আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের ১০৭তম প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয় ।
নামাজে ইমামতি করেন ঝিনাইদহ কেন্দ্রীয় মসজিদের খতিব মো. সাইদুর রহমান।
বিজ্ঞাপন
ঈদের জামাতে শরিক হন কমপক্ষে ১৫ হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিকে বিশৃঙ্খলা এড়াতে ছিল পুলিশের কড়া নজরদারি।
এছাড়াও এ জামাতে অংশ নেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল, বিএনপি সভাপতি আব্দুল মজিদ, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-সচিব তারেক রেজাসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস