বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

পাবনার বিভিন্ন বাস‌ কাউন্টারে ভোক্তা-সেনাবাহিনীর অভিযান, জরিমানা

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ১১:৫৬ এএম

শেয়ার করুন:

loading/img

ঢাকা-পাবনা চলাচল করা বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও সেনাবাহিনী। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৭টি বাস ও দু’টি সিএনজিকে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকে‌ পাবনা শহরের বিভিন্ন বাস কাউন্টার, টার্মিনাল ও জালালপুরে এই অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন


IMG-20250404-WA0003

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, মাছরাঙা ট্রাভেলস টিকিটে মুল্য না লিখে প্রতারণা করায় ১০ হাজার টাকা, ঢাকা-নারায়ণগঞ্জ মুল্য তালিকা না রাখায় সরকার ট্রাভেলসকে ২ হাজার, মূল ভাড়া ৬৩০ থেকে ২০ টাকা বেশি ও বকসিস নেয়ায় কিংস ট্রাভেলসকে ১০ হাজার টাকা, বেড়া ও কাজিরহাটগামী দু’টি সিএনজি ঈদ উপলক্ষে বেশি নেয়ায় ৪ হাজার টাকা জরিমানা, মূল্য তালিকা বাসে না রাখায় মহানগর ও রিলাক্স পরিবহনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু ও সোহাগের বাড়িতে অভিযান

এছাড়া জালালপুরের বাচ্ছিপাড়া কাউন্টারে ৬৩০ টাকার ভাড়া ৭০০ টাকা রাখায় দু’টি কাউন্টারে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৭টি বাস ট্রাভেলস ও দু’টি সিএনজিকে ৫৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় বলেও তিনি জানান।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন