রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

মদন উপজেলা ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি 

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ০৮:৪১ পিএম

শেয়ার করুন:

loading/img

নেত্রকোনার মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুলকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৩০ মার্চ) নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেন।  


বিজ্ঞাপন


ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। 

এতে বলা হয়েছে,  ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এস এইচ পিপুলকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। 

কেন্দ্রীয়  ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি তার সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের কোনো রূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন। 

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রথমে এস এইচ পিপুলকে শোকজ করেন। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায়, তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub