শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

বরগুনায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

loading/img

বরগুনার বেতাগী, তালতলীসহ অন্যান্য উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে একাধিক পরিবার ঈদ উদযাপন করেছে।

রোববার (৩০ মার্চ) সকাল ১০টায় উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রার চর গ্রামের ইউসুফ মৃধা বাড়ি জামে মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


ঈদের জামাতের ইমামতি করেন ওই মসজিদের ইমাম মাওলানা মো. সাব্বির রহমান।  

এ সময়ে মাওলানা মো. সাব্বির রহমান বলেন, সৌদির সঙ্গেই মিল রেখে আমরা ঈদ পালন করছি।

তিনি আরও বলেন, এক আল্লাহ এবং এক পৃথিবী, মক্কায়  রয়েছে পবিত্র কাবা শরিফ, হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেছেন মক্কায়। এছাড়া কুরআন শরিফ নাযিল হয়েছে মক্কায়, তাহলে মক্কায় যদি চাঁদ দেখা যায়, তাহলে আমরা কেন ঈদ পালন করতে পারবো না?   

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল জানান, সৌদির সঙ্গে মিল রেখে আজ তালতলী উপজেলার একটি গ্রামের মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ আদায়কে কেন্দ্র করে সেখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য পুলিশি নজরদারি ছিল।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub