শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

চেল্লাখালী নদীতে অভিযান চালিয়ে ৯৫ ড্রেজার ধ্বংস, তিনজনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ০৮:১৬ এএম

শেয়ার করুন:

loading/img

শেরপুরের নালিতাবাড়ীতে চেল্লাখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে ৯৫টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস ও বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি বাঁশের মাচাসহ অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) দিনব্যাপী নদীর বুরুঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


thumbnail_IMG-20250330-WA0003

ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে, শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ পোড়াগাঁও ইউনিয়নের চেল্লাখালী নদীর বর্তমান অবস্থা পরিদর্শন করতে আসেন। এসময় তারা দেখতে পান ইজারার শর্ত ভঙ্গ করে নদীর পাড় ও বসতি ভেঙে গভীর গর্ত করে বালু উত্তোলন করছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। পরে তারা নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববিকে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার নির্দেশ দেন।

thumbnail_IMG-20250330-WA0002

আরও পড়ুন

ফাঁদ পেতে কুমির ধরে পিটিয়ে হত্যা

অভিযানে বালু উত্তোলনের জন্য স্থাপিত ৯৫টি মিনি ড্রেজার মেশিন, ১২টি বাঁশের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। একইসঙ্গে সরকারি কাজে বাধা প্রদান ও অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে দু’জনকে ছয় মাস করে এবং একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

thumbnail_IMG-20250330-WA0001

এসময় নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, পরিবেশ ও নদী রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub