বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

প্রস্তুত দিনাজপুর গোর-এ শহীদ ময়দান

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ০৬:৫০ পিএম

শেয়ার করুন:

loading/img

দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত হচ্ছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মিনার দিনাজপুর গোর-এ শহীদ ময়দান কেন্দ্রীয় ঈদগাহ মাঠ।

মুসল্লিদের সুষ্ঠুভাবে নামাজ আদায়ের লক্ষ্যে মাঠে মাটি ভোরাটসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা্, নামাজের কাতার, মার্কিং এবং ওজুখানার কাজ শেষ হয়েছে।


বিজ্ঞাপন


thumbnail_1

শান্তিপূর্ণভাবে সর্ববৃহৎ ঈদের জামাতে আসা মুসল্লিদের জন্য জোরদার করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

ঈদুল ফিতরের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

আরও পড়ুন

রংপুরে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে আটটায়

জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, মাঠে নামাজের কাতারের জন্য ৮০০ ফুট দৈর্ঘ্য ও ৮০০ ফুট প্রস্থের ব্যবস্থা করা হয়েছে। এক কাতারে প্রায় ৫২৫ জন নামাজ আদায় করতে পারবে। এমন দুই শতাধিক কাতার প্রস্তুত করা হয়েছে। এই ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়ের জন্য ইতোমধ্যে সবরকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

thumbnail_2

পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, মাঠে নামাজ আদায়কারীদের নিরাপত্তায় পুলিশের বিভিন্ন ইউনিটের সাড়ে ৩০০ সদস্য দায়িত্ব পালন করবেন। ডিবি ও ট্র্যাফিক পুলিশ মোতায়েন থাকবে যাতে মানুষ শান্তিপূর্ণভাবে এখানে আসতে পারে এবং শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করে সুশৃঙ্খলভাবে বাসায় ফিরে যেতে পারে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন