বরিশাল আদালতের গেটে দুই সাংবাদিককে মারধর এবং বাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ আনা হয়েছে। মামলার ২৩ আসামির মধ্যে ১৩ জনকে নামধারী ও ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) কোতয়ালী মডেল থানায় এ মামলা করেছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ।
বিজ্ঞাপন
এ বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
তিনি বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে আদালত প্রাঙ্গণে বেআইনিভাবে প্রবেশ করে হামলা, মারধর ও ক্ষয়ক্ষতি করাসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এদিকে আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ স্থানীয় নেতারা। এ সময় বিএনপি নেতারা বলেন, কারও ব্যক্তিগত অপরাধের দায় বিএনপি নেবে না। এ বিষয়ে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনে গেলে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীর নেতৃত্বে ১২-১৫ জন লোক স্থানীয় দু’টি সংবাদপত্রের সাংবাদিক এন আমিন রাসেল ও মনিরুজ্জামানের ওপর হামলা করে। হামলাকারীরা দুই সাংবাদিককে মারধর, তাদের ক্যামেরা, দু’টি মোবাইল ভাঙচুর ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় আদালতের প্রধান ফটকেই এক সাংবাদিকের একটি বাইক পুড়িয়ে দেওয়া হয়। হামলায় আহত দুই সাংবাদিক বর্তমানে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ