নাটোরে শতাধিক গরীব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে রেনেসাঁ অর্গানাইজেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার(২৭ মার্চ) বিকেলে নাটোর শহরের হাফরাস্তা মোড় এলাকায় শতাধিক গরীব ও দুস্থ মানুষের মাঝে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
এসময় প্রধান অতিথি হিসেবে ঈদসামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর সদস্য ও সাবেক মন্ত্রী এ্যাড : রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এসময় প্রধান অতিথি রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আজ এ এলাকায় গরীব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে স্বেচ্ছাসবী সংগঠন রেঁনেসা।
তাদের প্রচেষ্টায় অনেক মানুষ আজ ঈদ সামগ্রী পাচ্ছে। বিএনপি যেমন দেশ ও দেশের সাধারণ মানুষের জন্য কাজ করছে, ঠিক তেমন রেনেসাঁ দেশ ও জনগণের জন্য কাজ করবে। এ সংগঠন ধারাবাহিক ভাবে হাঁস, মুরগি, গরু-ছাগল কম্বল বিতরণ করেছে। আমরা চাই এই ধারা অব্যাহত রাখবে মানুষের আত্মমানবতায় সেবায় নিয়োজিত থাকবে। আমি সব সময় তাদের পাশে আছি এবং থাকবো।
বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন রেনেসাঁ অর্গানাইজেশনের উপদেষ্টা ফরহাদ আলী দেওয়ান শাহীন, রেনেসাঁ অর্গানাইজেশনের সভাপতি শহিদুল্লাহ সোহেল, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সুইট, রাসেল আহম্মেদ রনি, ছদরুল ইসলাম ডাম্বেল, দফতর সম্পাদক দুলাল আহম্মেদ, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাজ্জাদ হোসেন, সালাউদ্দিন মাসুদসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এজে