রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

জয়পুরহাটে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, জরিমানা

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ১২:০৩ পিএম

শেয়ার করুন:

loading/img

জয়পুরহাট পৌর শহরের ফুটপাত দখল মুক্ত করতে অভিযান পরিচালনা করেছে  প্রশাসন। অভিযান পরিচালনাকালে আইন অম্যান্যকারীদের ৩ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে শহরের আমতলী থেকে পাচুর মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত ও সড়কের অংশ দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের প্রধান সড়কের দুই ধারের ফুটপাত অবৈধ ভাবে দখল করে দোকানের মালামাল রেখে ব্যবসা করছেন কিছু অসাধু ব্যবসায়ী। এতে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল সাধারণ পথচারীদের। দোকানের ভেতরে পর্যাপ্ত জায়গা থাকার পরেও ওই সব অসাধু ব্যবসায়ীরা ফুটপাত দখল করে নেয়। ফুটপাতে অবৈধভাবে রাখা মালামাল ও স্থাপনা সরিয়ে নেওয়ার কথা বলার পরও এক ব্যবসায়ী রাস্তা দখল করে দোকান করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

কক্সবাজারে আব্বাজান ও মেগামার্টকে জরিমানা

অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, জন সাধারণে চলাচল ও সড়কের দু’পাশে নির্বিঘ্নে যাতে যানবাহন চলাচল করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করছি। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন, জয়পুরহাট  বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জি.) আব্দুল্লাহ আল-মামুন, মোটরযান পরিদর্শক-রামকৃষ্ণ পোদ্দার উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub