ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন এবং পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে কক্সবাজারের আব্বাজান পাঞ্জাবী অ্যান্ড সেরোয়ানী ও মেগামার্টকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে শহরের নিউ মার্কেট এবং বাজার ঘাটা এলাকায় উপজেলা প্রশাসন এবং র্যাব-১৫ যৌথ অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়েছে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।
তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মাহে রমজান উপলক্ষ্যে পণ্য ও বিভিন্ন শপিং মলে বাজার দর পর্যবেক্ষণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় মোবাইল কোর্ট পরিচালনাকালে বাজারঘাটা এলাকায় আব্বাজান পাঞ্জাবী অ্যান্ড সেরোয়ানী ও মেগামার্টের মালিক মো. জাহাঙ্গীর আলম ও জহিরুল ইসলামকে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে দশ হাজার টাকা ও পাঁচ হাজার টাকা করে মোট পনেরো হাজার টাকা জরিমানা করা হয় এবং বিভিন্ন পণ্যের বাজার দর স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ীদেরকে নির্দেশনা প্রদান করা হয়।
বিজ্ঞাপন
কক্সবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সঙ্গে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন র্যাব-১৫।
র্যাব কর্মকর্তা আ. ম. ফারুক আরও জানান, কক্সবাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও অভিযান পরিচালনা এবং যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত হয়ে আসছে।
প্রতিনিধি/এসএস