রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে ২৫২ মেট্রিক টন আলু রফতানি 

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ১০:২৮ পিএম

শেয়ার করুন:

loading/img

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকার পর চালু হওয়ার প্রথম দিনই পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রফতানি হয়েছে ২৫২ মেট্রিক টন আলু। এ নিয়ে এ বন্দরটি দিয়ে কয়েক দফায় মোট দুই হাজার ৫৮৩ মেট্রিক টন আলু রফতানি হয়েছে।

রোববার (৬ এপ্রিল) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, আলুগুলো রফতানি করছে থিংকস টু সাপ্লাই ও স্বাধীন এন্টারপ্রাইজ।

কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত মোট দুই হাজার ৫৮৩ মেট্রিক টন আলু রফতানি হয়েছে নেপালে। রোববার নতুন করে ২৫২ মেট্রিক টন আলুর রফতানিকারক ছিল থিংকস টু সাপ্লাই ও স্বাধীন এন্টারপ্রাইজ নামের দু’টি রফতানিকারক প্রতিষ্ঠান। এর মধ্যে থিংকস টু সাপ্লাইয়ের ছিল ১৪৭ মেট্রিক টন আলু ও স্বাধীন এন্টারপ্রাইজের ছিল ১০৫ মেট্রিক টন আলু।

তিনি আরও জানান, তারা দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে রফতানি করে।

রফতানি করা আলুগুলো বন্দর ইয়ার্ডে ঢুকলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার পর দুপুরে নেপালে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন