রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ০৫:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৬ মার্চ) বিকেলে সদর উপজেলার সাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। তার নাম পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।


বিজ্ঞাপন


জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর


News Hub