মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলার স্বনামধন্য সাংবাদিক সংগঠন সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব।
বুধবার (২৬ মার্চ) স্বাধীনতার ৫৫তম দিনে সকাল ১১টায় উপজেলা রোডে সোনারগাঁও উইমেন্স কলেজ সংলগ্ন বিজয় স্তম্ভে ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানার নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।
বিজ্ঞাপন
শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বৃদ্ধ বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।
এসময় আর উপস্থিত ছিলেন- সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, দপ্তর সম্পাদক এসএম মনির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন সিফাত, অর্থ সম্পাদক মোতালেব প্রধান, প্রচার সম্পাদক লতিফুর রহমান দিপু, সদস্য তৌরব হোসেন ও প্রাথমিক সদস্য মো. হিরু প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছিলো মুক্তিযুদ্ধের। সেজন্য দিনটিকে বাঙালিরা প্রতিবছর শ্রদ্ধার সাথে স্মরণ করে।