শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

চবির ৫ম সমাবর্তনে আসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ০৫:৩৮ পিএম

শেয়ার করুন:

loading/img

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।

মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞাপন


পত্রে বলা হয়, ‘আগামী ১৪ মে, ২০২৫ তারিখ, বুধবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টা উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।’

এর আগে চবির ৪র্থ সমাবর্তন ২০১৬ সালে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবারও সমাবর্তনে রাষ্ট্রপতির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub