শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

চোরাই মোটরসাইকেল কেনাবেচা; আটক যুবক

জেলা প্রতিনিধি, রাজবাড়ী 
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ০৫:৩৭ পিএম

শেয়ার করুন:

loading/img

রাজবাড়ীর পাংশা থেকে চোরাই মোটরসাইকেলসহ মো. সাইদুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে পাংশা মডেল থানা পুলিশ উপজেলার মাছপাড়া ইউনিয়নের জয়গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, আটক হওয়া সাইদুল ইসলাম জয়গ্রামের কুরবান আলী মোল্লার ছেলে। তার কাছ থেকে ১৫৫ সিসির একটি সিলভার রঙের সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল-১৬-৬৭৬৫, ইঞ্জিন নম্বর বিএজি৫-১১৪৫৯২, চেসিস নম্বর আরএমবিএল-ইডি১৩এফ-১১৯৯৮০। যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সাইদুল ইসলাম এবং তার সহযোগীরা দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে পাংশা ও আশপাশের এলাকায় কেনাবেচা করতেন। 

আটক হওয়া সাইদুল অভ্যাসগতভাবে চোরাই মোটরসাইকেল বেচাকেনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub