রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

১০ লাখ টাকার শুল্কবিহীন মোবাইলের ডিসপ্লে ও অবৈধ ওষুধসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ০৮:১০ এএম

শেয়ার করুন:

loading/img

ফেনীতে শুল্কবিহীন মোবাইলের ডিসপ্লে ও অবৈধ ওষুধসহ মো. রিপন (২৯) নামের এক তরুণকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেনী শহরতলীর উত্তর বারাহিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বারাহীপুর এলাকার হাজারি রোডের মাথায় রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালায় ডিবি পুলিশের সদস্যরা। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ৪০০ পিস শুল্কবিহীন মোবাইলের ডিসপ্লে ও হিউম্যান সেরাম অ্যালবুমিন আইপি ২০%" নামক ৫০টি ওষুধসহ রিপন নামের এক যুবককে আটক করা হয়েছে। একই সঙ্গে অবৈধ মালামাল বহনের অভিযোগে একটি নম্বরবিহীন সিএনজি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

মাদকবিরোধী অভিযান: যুবদল নেতা পালিয়ে গেলেও বাবা-সহযোগী গ্রেফতার

উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ সাড়ে ৪৫ হাজার টাকা। পরে এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ফেনী মডেল থানা মামলা দায়ের করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, ডিবি পুলিশের হাতে মোবাইলের ডিসপ্লে ও ওষুধসহ আটক যুবকের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub