রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

কক্সবাজারে আ.লীগের ৫২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ১০:২৩ এএম

শেয়ার করুন:

loading/img

কক্সবাজার সদর থানায় আওয়ামী লীগের জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ৫২০ নেতার নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ছাদেক ফকির পাড়ার নবী হোসেনের ছেলে বর্তমানে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নে বসবাসকারী এনামুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


বিজ্ঞাপন


কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত কক্সবাজার শহরের লালদিঘীর পাড়, শহীদ মিনার, গুমগাছ তলা, হকশন ও আশপাশের উপসড়কে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি ও হত্যার উদ্দেশে হামলা ও বোমা বিস্ফোরণ করা হয়।

আরও পড়ুন

কক্সবাজারের সাবেক মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু

মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জাফর আলম, আবদুর রহমান বদি, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমার চৌধুরী, জেলা পরিষদরে সাবেক চেয়ারম্যান মোস্তাফ আহমদ চৌধুরী, শাহীনুল হক মার্শাল, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামসহ ৫২০ নামের নাম উল্লেখ রয়েছে। অজ্ঞাত দেখানো হয়েছে আরও ২৫০ জনকে।


বিজ্ঞাপন


মামলা নাম উল্লেখ থাকা সকলেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যবু মহিলালীগ, জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল। আসামির তালিকায় রয়েছে জেলা জাসদের নেতা মোহাম্মদ হোসেন মাসুর নামও।

এ নিয়ে ৫ আগস্ট পরবর্তী কক্সবাজার জেলার ৯ উপজেলায় ২২টি মামলা দায়ের করা হলো।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub