রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

আশুলিয়ায় বজ্রপাতে নারী পোশাক শ্রমিকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ০৬:১৪ এএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ছবি

সাভারের আশুলিয়ায় বজ্রপাতে বিথি আক্তার নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের উনাইল গ্রামে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহত বিথি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের উনাইল গ্রামের রাসেল হোসেনের স্ত্রী। তিনি আশুলিয়ায় স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

ধামসোনা ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল কুদ্দুস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় বিথি আক্তার কারখানায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও তীব্র বেগে বাতাস শুরু হয়। বাড়ির কাছাকাছি আসার পর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন