সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হকের কুমিল্লার চৌদ্দগ্রামের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর, আগুন ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামের বাড়িতে হামলা চালানো হয়।
বিজ্ঞাপন
মুজিবুল হক কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের পাঁচবারের সংসদ সদস্য ছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর মুজিবুল হক পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় দুই শতাধিক মানুষ মুজিবুল হকের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির তিনটি ভবনের নিচতলায় ও দোতলায় ব্যাপক ভাঙচুর চালায় এবং ভবনে লুটপাট শেষে নিচতলার দরজা-জানালা ভাঙচুরসহ আগুন ধরিয়ে দেয়।
এছাড়াও মুজিবুল হকের ভাই ও ভাতিজাদের বেশ কয়েকটি ঘরেও লুটপাটসহ ভাঙচুর চালানো হয়।
এছাড়া এক ভাই আবদুল মতিনের ছেলে জজ আবদুস সালামের ঘরে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
বিজ্ঞাপন
মুজিবুল হকের এক প্রতিবেশী বলেন, শনিবার একদল যুবক ‘সন্ত্রাসীদের আস্তানা চৌদ্দগ্রামে থাকবে না’ স্লোগান দিতে দিতে মজিবুল হকের বাড়িতে প্রবেশ করে। এরপরই তারা ভবনের নিচতলার চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পুনরায় তারা মিছিল করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়।
খবর পেয়ে রাতেই চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এছাড়া সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দীন আহমেদ বলেন, ‘ভাঙচুরের সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের লোকজনও যায়। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলা হয় এবং হামলাকারীরা চলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
ওসি আরও বলেন, ‘কে বা কারা হামলার সঙ্গে জড়িত এটি এখনো নিশ্চিত নয়। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিনিধি/এমআর