বরগুনার তালতলীতে নিজের ধানের জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মো.আবদুল কাদের মুন্সী নামে এক কৃষক মারা গেছেন।
শনিবার উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আবদুল কাদের মুন্সি একই এলাকার নূর মোহাম্মদ মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কবিরাজ পাড়া গ্রামের গনী মিয়ার ছেলে নাসির ও সিদ্দিক তাদের তরমুজ ও ধানক্ষেতের জমিতে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখেন। এটা কেউ জানত না। কৃষক কাদের মুন্সি বিকেলে নিজের জমির ধান দেখতে যাওয়ার পথে মাটিতে পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এশার নামাজের পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাদের মুন্সিকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কাদের মুন্সির চাচাতো ভাই মোহাম্মদ কবির হোসেন বলেন, কিছুদিন আগে তাদের ভাগ্নে জহুরুল ইসলাম পানিতে ডুবে মারা যায়। এজন্য শনিবার দোয়া অনুষ্ঠান ছিল।
বিজ্ঞাপন
অনুষ্ঠান শেষ করে নিজ জমির ধান দেখতে যায় তার বড় ভাই কাদের মুন্সি। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে এশার নামাজের পর সিদ্দিক ও নাসিরের ধানের ক্ষেতে বিদ্যুতের তার জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। এরপর তাকে হাসপাতালে নিয়ে যান।
তিনি সিদ্দিক ও নাসির শাস্তি দাবি করেন।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির তালতলী জোনাল অফিসের ইন্জিনিয়ার মো.এমদাদুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের জানা নেই। এ বিষয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তালতলী থানার ওসি শাহজালাল বলেন, ‘আমখোলা গ্রামে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক মারা গেছেন। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।’
প্রতিনিধি/এমআর