লক্ষ্মীপুরে টিসিবির ‘ট্রাকসেল’ পণ্য জনসাধারণের মাঝে বিক্রি না করে ডিলারের পছন্দের লোকজন ও ব্যবসায়ীদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় টিসিবির পরিদর্শক ইকবাল মাহমুদকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে জেলা শহরের ঝুমুর সংলগ্ন জেলা খাদ্য গুদামে টিসিবির মালবাহী একটি পিক-আপ ও অটোরিকশা জব্দ করে গোয়েন্দা সংস্থা এনএসআই।
বিজ্ঞাপন
এনএসআই সূত্র জানায়, টিসিবির ট্রাকসেলের মাধ্যমে জনসাধারণের মাঝে বিক্রির জন্য প্রতি ডিও কার্ডে ২ লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, এক কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ট্রাকসেলের ওইসব মালামাল সরবরাহ করার সময় টিসিবির পরিদর্শক ইকবাল মাহমুদের যোগসাজশে নির্দিষ্ট এলাকায় বিক্রি না করে অবৈধভাবে বিক্রি করা হচ্ছিল। সরবরাহ করা এক ট্রাকের ৪০০টি ডিও কার্ডের খাদ্যপণ্যের মধ্যে ১৮৪ ডিও কার্ডের খাদ্যপণ্য অধিক লাভে অবৈধভাবে স্থানীয় পার্শ্ববর্তী ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয় এবং অপর ট্রাকের ৪০০টি ডিও কার্ডের মধ্যে ৫০ টি ডিও কার্ডের পণ্য পৃথকভাবে সরিয়ে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় এনএসআই সদস্যরা। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা ও সহকারী কমিশনার (ভূমি) অভি দাসকে খবর দেওয়া হয়।
পরে অভিযুক্ত ডিলার রাশমুন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. এমরান হোসেনকে ১৮৪টি ডিও কার্ডের মূল্য বাবদ ৮৮০৪৪ টাকা জরিমানা করার সিদ্ধান্ত হয় এবং তার ডিলারশিপ লাইসেন্স বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে অনিয়মের অভিযোগে টিসিবির পরিদর্শক ইকবাল মাহমুদকে বরখাস্তের নির্দেশ দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আরও পড়ুন
ইউএনও জামশেদ আলম রানা বলেন, টিসিবির মালামাল বিতরণে কিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ডিলারের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে। টিসিবির পরিদর্শককে গুদামে ঢুকতে নিষেধ করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি