অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের পর পুণরায় ভারতে যাওয়ার সময় এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাউরপাথর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির পরশুরাম বিওপির টহল দল বাউরপাথর এলাকায় অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ২১৬২/৫ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাউরপাথর নামক স্থান হতে থেকে অবৈধ উপায়ে ভারতে প্রবেশের সময় কালিস্টাস (২৭) নামে এক নাইজেরিয়ার নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে তল্লাশি করে ১টি লাল রঙের লাগেজ, এইচপি মডেল এর ১টি ল্যাপটপ সঙ্গে কিবোর্ড, মাউস, চার্জার, ৩০ ইউএস ডলার জব্দ করা হয়।
আরও পড়ুন
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নাগরিক অজ্ঞাতনামা ৪/৫ জন বাংলাদেশি নাগরিকের সহায়তায় ঘটনাস্থল দিয়ে অবৈধভাবে ভিসা ব্যতিত ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। পরবর্তীতে আটক ব্যক্তিকে ভিসা ব্যতিত অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে জব্দ করা মালামালসহ পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি