শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ঢাকা

ট্রেনে কাটা পড়ে নিহত ১

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১০:৩৯ পিএম

শেয়ার করুন:

loading/img

মাদারীপুর জেলার শিবচরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার মাদবরেরচর ইউনিয়নের মোল্লার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তি ওই এলাকার খোরশেদ আলমের ছেলে রফিকুল ইসলাম (৪০)। তিনি ভাঙারি মালামাল কেনা-বেচার ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে মোল্লার বাজার সংলগ্ন রেলওয়েতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। হাত-পা এবং মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রেন যাওয়ার পর রেললাইনের ওপর লোকটির শরীরের বিভিন্ন অংশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে আশপাশের লোকজন এসে ভিড় জমায়।

প্রস্তাবিত ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মো. খায়রুজ্জামান শিকদার বলেন, ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। আমাদের টিম ঘটনাস্থলে গেছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন