জয়পুরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে সদর উপজেলার জামালপুর কালীবাড়ি এলাকায় জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মৃত দেলোয়ার হোসেনের পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
এসব ঈদ উপহার বিতরণ করেন বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব,রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহনেওয়াজ কবীর শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, সাবেক জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজভী আহমেদ, শরীফুল ইসলাম, তউফিক এলাহী, সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, মহিদুল ইসলাম খান রাজিব, রেজাহাত হোসেন রনি, সেনজু, গাজী সালাউদ্দিন সোহাগ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এজে