নোয়াখালী সদর উপজেলায় রায়হান নামে এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার দু’দিন পর সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দাদপুর ইউনিয়নের দক্ষিণ হুগলী কালী বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে সুধারাম মডেল থানা পুলিশ।
বিজ্ঞাপন
নিহত স্কুলছাত্র আবদুল হামিদ ওরফে রায়হান (১৬) দাদপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামের দক্ষিণ হুগলী আবিদ আলী হাজী বাড়ির আলমগীর হোসেনের ছেলে।
আটক মো. মারুফ (২৪) একই ইউনিয়নের সেলিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন আগে তারাবি নামাজ পড়তে যাওয়ার পর রায়হান নিখোঁজ হয়। এরপর একটা ফোন নম্বর থেকে তার পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ভুক্তভোগীর পরিবার সুধারাম মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে সুধারাম মডেল থানা পুলিশ উপ-পরিদর্শক সূধন চন্দ্র দাশ তথ্যপ্রযুক্তি সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্তকে দাদপুর ইউনিয়ন থেকে আটক করে। পরে তাকে নিয়ে অভিযানে গেলে তার দেওয়া তথ্য মতে সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ রায়হানের লাশ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনায় আমরা একজনকে আটক করেছি। আটক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলাসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/ এমইউ