মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভুট্টাক্ষেতে পড়ে ছিল নবজাতকের লাশ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ১০:৫৯ পিএম

শেয়ার করুন:

loading/img

ময়মনসিংহে ভুট্টাক্ষেত থেকে এক দিন বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে সদরের চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর ঈশ্বরদিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কে বা কারা এক দিন বয়সী ওই মরদেহটি ভুট্টাক্ষেতে ফেলে রেখে যান। দুপুর ১২টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মরদেহটি ওই এলাকাতে দাফন করা হয়।

ওসি আরও বলেন, রাতের আঁধারে কিংবা ভোরে নবজাতকের লাশ ভুট্টাক্ষেতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা কী কারণে মরদেহ এখানে ফেলেছেন, তা জানতে তদন্ত চলছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর